Best Offer

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে কীভাবে?

 

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে কীভাবে?


বাংলাদেশে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে জোর আলোচনা চলছে।

রাজনৈতিক দলগুলোর দাবির মুখে ইতোমধ্যেই সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

কিন্তু বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে কিছু বলা নেই। আবার তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল, সেটিও ২০১১ সালে বাতিল করা হয়েছে।

তাহলে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে কীভাবে? নতুন এই সরকার গঠিত হলে তার আইনি প্রক্রিয়া কী হবে?

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন